শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 04:49 pm
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঘড়িষার ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী ও বারবার কারানির্যাতি নেতা মতিউর রহমান সাগর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় তার চরলাউলানীর বাসভবনে এ শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি হরমুজ মুন্সী, সাধারন সম্পাদক হেলাল মাস্টার, নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শান্ত সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এসময় নড়িয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, দলের দূর্দিনের ত্যাগী ও নির্যাতিত কর্মী হিসেবে আমাকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি।এছাড়াও আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দলের পক্ষে আরও কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানাচ্ছি।