বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 05:04 pm
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ-হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে ছাগল ছাড়ানোকে কেন্দ্র করে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তাজুল ইসলাম নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে সোনাহর আলী, মাসুক মিয়া ও মারুফ মিয়ার কবরস্থান নিয়ে বিরোধ চলে আসছিলো একই গ্রামের প্রতিবেশী সিরাজুল ইসলামের ছেলে তাজুল ইসলাম ও ফিরোজ মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া সহ তাদের লোকজনের সাথে। বুধবার সকালে সোনাহর আলী ও তার লোকজনের ছাগল কবরস্থানে আসলে তাজুল ইসলাম এর প্রতিবাদ করেন।একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ফিকল, দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়। এসময় প্রতিবেশী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে,দীর্ঘদিন যাবত কবরস্থানের মালিকানা নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গ্রামে ৩/৪ টি বিচার শালিস অনুষ্ঠিত হয়।পরবর্তীতে গ্রামের মুরুব্বিয়ানরা ,বসে কবরস্থানটি গ্রামবাসীর বলে সিদ্ধান্ত করেন এবং উভয় পক্ষের কেউ কবরস্থানে গরু ছাগল না ছড়ানোর জন্য সিদ্ধান্ত নেয়া হয়।বুধবার ৯ অক্টোবর সকালে সোনাহর আলী ও তার লোকজনের ছাগল কবরস্থানে আসলে তাজুল ইসলাম এর প্রতিবাদ করলে দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ গিয়াস উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে আসলে এস আই সোহেল মাহমুদ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।