বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 02:04 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর)প্রতিবেদক:-বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দিনাজপুরের হিলির বিভিন্ন গ্রাম্য সড়কে তাল বীজ রোপন করছে হিলি ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজের স্কাউট দল।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম থেকে পাইকপাড়া ও কাকড়াবলী গ্রামের ৩ কিলোমিটার কাঁচা রাস্তায় ১০ থেকে ১২ হাত ফাঁকা করে ৬০০টি তাল বীজ রোপন করে তারা।
বজ্রপাত নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষার্থে এবং মৃত্যুর ঝুঁকি কমাতে আজ আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি।যতদিন যাচ্ছে ততই তালগাছ বিলুপ্তের পথে।এক সময় শহর সহ গ্রামের রাস্তা-ঘাট এবং বিভিন্ন স্থানে তাল গাছ চোখে পড়তো।
বর্তমান তেমন আর চোখে পড়ে না।বজ্রপাত এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাল গাছ এক বড় ভুমিকা রাখে।এছাড়াও তাল গাছের ফল ও রস বাঙ্গালির প্রিয় খাবার এবং তাল গাছের কাট দিয়ে মজবুত আসবাবপত্র তৈরি হয়।মুলত পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত ঠেকাতে আজ আমাদের এই উদ্যোগ।