বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 07:17 pm
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কদমডাঙ্গা ইসলামিয়্যাহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদরাসার বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপী ইসলাহুল বায়ার ওয়াল আ'মাল কর্তৃক আয়োজিত বাংলা, ইংরেজি, আরবী বক্তব্য, হিফযুল কোরআন, দোয়া, হাদিস, কেরাত, আরবী রচনা, হিফযুল হাদিস, ইসলামী সঙ্গীত, উপস্থিত বক্তব্য, কুইজঃ সাধারণ জ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে অভিজ্ঞ বিচারক মন্ডলীদের সিদ্ধার্ন্তে সকল প্রতিযোগিদের মধ্য হতে বিজয়ী নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদরাসার অধ্যক্ষ শায়খ আব্দুল বারী (হাঃ)। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার উপাধ্যক্ষ ও শিক্ষা সচিব শায়খ সানাউল্লাহ বিন ইউনুস আল মাদানী।
এসময় উপস্থিত ছিলেন কদমডাঙ্গা ইসলামিয়্যাহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদরাসার সভাপতি আঃ গনী, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান (মুকুল), কোষাধ্যক্ষ ইলিয়াস আলী, মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসাইনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।