বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
19 Jan 2025 09:07 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুর-জয়পুরহাট সীমান্তবর্তী পুজামন্ডপে কঠোর নিরাপত্তায় অবস্থান করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (৯ অক্টোবর)মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় দুর্গোৎসব।সীমান্তের মন্ডপগুলো এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে কাজ করছে জয়পুরহাট ২০ বিজিবি।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক ও পরিচালক মোঃ নাহিদ নেওয়াজ পিএসসি এলএসসি অর্ডন্যান্স বলেন, শারদীয় দূর্গাপূজা-২৪ উদযাপন উপলক্ষ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মন্ডপসমূহের নিরাপত্তা রক্ষার্থে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।সীমান্তের বিওপি ক্যাম্প হতে দায়িত্বপূর্ণ এলাকার পূজামন্ডপ সমূহের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষনের নিমিত্তে টহল পরিচালনাসহ পূজামন্ডপ কমিটির সাথে যোগাযোগ সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও বলেন, দিনাজপুর জয়পুরহাট দুই জেলার পাঁচবিবি, হিলি ও বিরামপুর সীমান্তে মোট ৫৬টি পুজামন্ডপে বিজিবি নিরাপত্তায় কাজ করছেন।বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।