বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 07:21 pm
শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর সদর উপজেলা শরিফ পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গোদাশিমলা গ্রামের শীল বাড়ী পূজামণ্ডপ পরির্দশন শেষে পূজাৃ মণ্ডপ কমিটি হাতে নগদ অর্থ সহযোগিতা করেন।বুধবার ৯ সেপ্টেম্বর বিকালে শরিরপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ওই দিন ষষ্ঠী পূজার শুরুর দিন থাকায় খোঁজখবর নিতে গিয়ে পূজামণ্ডপ কমিটির সাথে আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৫ দিনের আনন্দ উৎসবে মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বী সব বয়সের নারী পুরুষ।আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।এ লক্ষ্যে এই ইউনিয়নে ইউনিয়নে ১টি মাত্র
মন্ডপে পূজার আয়োজন করেছন সনাতন ধর্মাবলম্বী লোকজন।ইতোমধ্যে বিএনপির পক্ষে থেকে আইন শৃঙ্খলা রক্ষাসহ সব ধরনের সহযোগিতা থাকবে বলে প্রতিশ্রুতি দেন।পরে পূজা কমিটির নিকট নগদ পাঁচ হাজার টাকা সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা মৎসজীবি দলের সভাপতি আব্দুল হালিম, শরিফ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক,যুবদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম ,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফকির আবদুল আল মামুন সাধারণ সম্পাদক মানিক উদ্দিন, ইউনিয়ন মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া ও ওয়াড বিএনপির সভাপতি রাসেলসহ আরও অনেকে।