বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 07:10 pm
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজে অবসরোত্তর বিদায় অনুষ্ঠান অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয।প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ,দৈনিক সাতমাথার সম্পাদক,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার সাবেক আমীর ,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।
প্রধান অতিথি বলেন,দলমত নির্বিশেষে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার করতে হবে।তিনি বলেন,আগামী নির্বাচনে জনগণের সেবা করার সুযোগ পেলে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। তিনি এলাকার মানুষ ও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাইহাটা ডিগ্রি কলেজ,গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মিল্লাত হোসেন মিঠু ,সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম,কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন,সম্প্রতি বিদায়ী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান ,সদ্য বিদায়ী অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার, সাবেক হিসাব রক্ষক মোঃ হাফিজার রহমান,সহঃ অধ্যাপক কোহিনুর বেগম,বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল বাসেদ,আব্দুল ওয়াদুদ, ছাইহাটা কে এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুর রহমান, দৌলতুজজামান, ছাইহাটা কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম শাহিন অধ্যাপক উম্মে কুলসুম শাপলা, প্রভাষক মিজানুর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যাপক বজলাল রহমান, মামুনুর রশিদ, আনিসুর রহমান ,আবু তালেব,আরিফুর রেজা আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক হাবিবুর রহমান আকন।