বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪
24 Dec 2024 11:40 pm
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ সম্পর্কে ম্যাজিষ্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক ষ্টাটাস প্রত্যাখ্যান করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে পীরগঞ্জবাসী। গতকাল মঙ্গলবার উক্ত ম্যাজিষ্ট্রেটকে দ্রæত গ্রেফতার ও তার শাস্তির দাবিতে শহীদ আবু সাঈদের পরিবার ও জনসাধারনের পক্ষে পীরগঞ্জ প্রেসক্লাব চত্ত¡রে মানববন্ধন করা হয়েছে।
এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ,শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবুল হোসেন, নাহিদ ইসলাম, আবু কাওসার মোঃ রায়হান, সাংবাদিক আব্দুল করিম সরকার ও বেগম রোকেয়া বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন প্রমুখ । সভায় বক্তরা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। তার এ মৃত্য গোটা দেশ তথা বিশ^বাসী প্রত্যক্ষ করেছে। তার এ আত্মত্যাগের মধ্যে দিয়ে ছাত্রজনতার যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল এতে নিহত হয়েছে শতশত ছাত্র জনতা। শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন হয়েছে ।গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশবাসীসহ গোটা বিশ^বাসীর কাছে এ আন্দোলনে শহীদ গণ সমাদৃত।অথচ সরকারের একজন কর্মকর্তা হয়ে আবু সাঈদ সম্পর্কে ম্যাজিট্রেট উর্মি যে ধৃষ্টতা দেখিয়েছে তা অগ্রহন যোগ্য।
এ মানববন্ধন থেকে বক্তরা দ্রত উর্মিকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। পরে জাফরপাড়া সর্বস্তরের জনগনের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এদিকে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন পীরগঞ্জ উপজেলা শাখাও একই দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও গুলশান মোড়ে প্রতিবাদ সভা করেছে। তারাও উক্ত ম্যাজিট্রেট কে দ্রæত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি