বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 05:01 pm
ইয়ামিন হোসেন:- দখলদার-চাঁদাবাজদের স্থান ছাত্রসমাজে হবে না,যে সংগঠনের অভিভাবক বাংলাদেশ যুব সমাজের অহংকার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই।সে সংগঠনে কোন চাঁদাবাজ দখলদার থাকতে পারে না।
আমাদের নেতা শুধু ভোলার নয় তিনি সারাদেশের গর্ব আর সে দলের নেতাকর্মীরা কোন অনিয়মের সাথে জড়িত থাকতে পারে না বলে জানান ভোলা জেলা ছাত্রসমাজের সভাপতি মানষ ঘোষ শান্ত।
৮ই অক্টোবর বিকালে ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন ছাত্রসমাজের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যতে এ কথা বলেন তিনি।
শান্ত ঘোষ বলেন,আগামী নির্বাচনে ভোলা সদর আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই নির্বাচন করবে। সেই লক্ষ্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।কিন্তু ছাত্রসমাজের সাইনবোর্ড ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলদারিত্ব করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিয়েছে তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ পারভেজ, জেলা ছাত্র সমাজ নেতা আনোয়ার হোসেন, স্বপন মিঝি, মোঃ হোসেন, ইমরোজ আলম ট্রিমন, ইসমাইল হোসেন,আবদুল করিম।
ইউনিয়ন বিজেপির সভাপতি আবদুল মতিন চৌকিদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,উপজেলার ছাত্রসমাজের নেতা শাহরিয়ার শাকিল,এ আর রনি, আবুল হাশেম,পৌর আহ্বায়ক মোঃ রুবেল,সদস্য সচিব জাকারিয়া আহমেদ সাজিদ, রাজাপুর ইউনিয়ন বিজেপি নেতা মোঃ হারুন হাওলাদার, শাহজামাল,যুব সংহতির আহ্বায়ক বাকের চৌকিদার,কাচিয়া ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি মোঃ রিয়াজ, রাজাপুর ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি মোঃ মিন্টু দেওয়ান, সহ সভাপতি আলামিন চৌকিদারপ্রমুখ।