মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪
19 Jan 2025 01:16 am
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সিমাবাড়ী উনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গৌরদাস রায় চৌধুরীকে ৭ অক্টোবর সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বেটখৈর এলাকা থেকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
শেরপুর থানা সুত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু কর্তৃক বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামি সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চোধূরী (৬৪) কে তার নিজ বাড়ী থেকে এস আই রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আটক করেন। তিনি বেটখৈর গ্রামের মৃত কৃষ্ণ কুমার রায় চৌধুরী ওরফে কানুর পুত্র।
শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।