মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪
19 Jan 2025 01:10 am
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া):
বগুড়ার শেরপুরে মেরিনা বেওয়া নামের এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৭ অক্টোবর সোমবার এ অভিযোগে ধর্ষন মামলায় সাইফুল ইসলাম (৪৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সাইফুল ইসলাম উপজেলার পুরতান পানিসারা গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নান্দুরা গ্রামের মেরিনা বেওয়া (৪২) এর স্বামী প্রায় দেড় বছর পূর্বে মারা যায়। এর পর থেকে বিভিন্ন সময় সাইফুল ইসলাম নিয়মিত তার বাড়িতে যাতায়াত করে এবং এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেয়। অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত শারীরিক সম্পর্ক করতে করে। বিয়ে করার জন্য চাপ দিলে সে আজ-কাল করে সময় ক্ষেপন করে। এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর রাতে সে পূনরায় ঐই বিধবার বাড়ীতে আসে এবং শারীরীক সম্পর্কের সময় তাকে বিয়ে করার জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানাই। এ সময় তর্ক-বিতর্ক হয় এবং এক পর্যায়ে মেরিনা বেওয়ার দেবর নজরুল ইসলাম দুজনকে তর্ক-বিতর্ক করাবস্থায় দেখে এলাকাবাসীকে সাথে নিয়ে দুজনকে শয়ন ঘরে আটকিয়ে দিয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ সাইফুল ইসলাম থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলায় সাইফুল ইসলাম কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।