মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪
08 Jan 2025 12:52 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ-কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।রোববার (০৬ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়,বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম বেবু বলেন, দলের স্বার্থে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের বিজ্ঞাপ্তি হয়েছে।আরো আগে কমিটি বিলুপ্ত হওয়া উচিৎ ছিল। ২০১৫ সালে কমিটি হয়েছিল। সে হিসাবে কমিটির মেয়াদ অনেক আগে উত্তীর্ণ হয়েছে। জেলায় দলের মধ্যে গ্রুপিং থেকে দলকে রক্ষার স্বার্থে এটি খুবই ভালো সিদ্ধান্ত। আমরা আশা করছি পরবর্তী কমিটি দলকে আরো সাবলীল করে তুলবে।