মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪
26 Dec 2024 01:23 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- ‘সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ তার সহযোগি সংগঠনের উদ্যোগে কর্মি সমাবেশ,এক শুভেচ্ছা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘির গোহাট চত্বরে আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান,সান্তাহার পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা ফিরোজ মোঃ কামরুল হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, আদমদীঘি সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফি আহম্মেদ আচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন আহম্মেদ, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম,যুগ্ম আহবায়ক আরিফুল হক রুমান, শামিম আহম্মেদ, সিহাব চৌধুরী, আনোয়ার হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সভাপতি মহিবুল হাসান সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্র নেতা নাঈম ইবনে হাসান, বাপ্পী হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, কৃষক দলের আহবায়ক রায়হান শরীফ রানা, সদস্য সচিব আবু রায়হান, মৎস্যজীবি দলের সভাপতি কামাল হোসেন, তাঁতীদল নেতা জুলফিকার খন্দকার, আকবর হোসেন প্রমুখ।
কর্মি সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মিদের অংশ গ্রহনে গোহাট চত্বর থেকে শুভেচ্ছা ও শান্তি মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে বিএনপি অফিসে শেষ করা হয়।