রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪
26 Dec 2024 12:17 pm
৭১ভিশন ডেস্ক:- আজ ০৫ অক্টোবর ২০২৪ খ্রি. (শনিবার) ১২.০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে জেলা পুলিশ, বগুড়ার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ জেদান আল মুসা,পিপিএম, পুলিশ সুপার,বগুড়া অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক),বগুড়া অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন।
পুলিশ সুপার,অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা সমুন্নতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কৌশল নির্ধারণ করেন।অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা, মামলা রুজু ও নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও মামলা তদন্তের মান বৃদ্ধি করা, তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)'গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।