বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪
20 Nov 2024 02:24 pm
৭১ভিশন ডেস্ক:- ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এসময় আরো সাত জন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যে সব সৈন্য মারা গেছে তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের।লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরায়েলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।
লেবাননের হেজবুল্লাহ ইরানের একটি প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছিল।ইরানের পরমাণু স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে, হেজবুল্লাহর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে লাগানো যেতো।
কিন্তু, মার্কিন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সশস্ত্র সংগঠনটির অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে।
তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন, লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা।
তবে, লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করছে হেজবুল্লাহ। বুধবার দুইবার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়।