মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪
06 Nov 2024 05:04 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-২০২৩-২০২৪ অর্থ বছরে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির ৩য় ও ৪র্থ কিস্তির বরাদ্দ থেকে দিনাজপুরের হিলিতে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এসব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, আদিবাসী চেয়ারম্যান রুপলালসহ আদিবাসী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা জানান, ১৫৮ জনের মধ্যে বাইসাইকেল ১০ জনকে, প্রাথমিক শিক্ষার্থী ১০০ জনের প্রত্যকে ২৫০০ টাকা, ৩২ জন মাধ্যমিক শিক্ষার্থীকে প্রত্যকে ৬০০০ টাকা, উচ্চ মাধ্যমিক ১৬ জনকে প্রত্যকে ৯৫০০ টাকার চেক বিতরণ করা হয়।