মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪
06 Nov 2024 12:55 am
ছাদেকুল ইসলাম রুবেল,-গাইবান্ধাঃজেলার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তি মূলক তথ্য ছাড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক BREB _ PBS একীভুতকরনসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে৷
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামরুজ্জামান, এজিএম আবু তালহা, এজিএম নাজির হোসেন, এজিএম রাফসান জানি সেতু।
বক্তারা বলেন, গ্রাহক সেবার মান উন্নয়ন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য বা দ্বৈত নীতি অবসান পূর্বক দুইটা ভিন্ন প্রতিষ্ঠান থেকে একটা প্রতিষ্ঠান করার দাবি জানান তারা।