সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
06 Nov 2024 05:00 am
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া)ঃ
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাববু বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে তারেক রহমানের নির্দেশে মাঠে থাকবে উপজেলা বিএনপির সকল নেতাকর্মী।
তিনি বলেন, পরাজিত পতিত শক্তি শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা শুরু করেছে। দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে উপেজেলার প্রত্যেক পূজামন্ডপে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম দিনরাত পাহারার ব্যবস্থা করবে। ২৯ সেপ্টেম্বর রোববার শারদীয় দুর্গোৎসব ২০২৪ উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার মন্তব্য করে শহিদুল ইসলাম বাবলু সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি ও রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা ছিল না। আমাদের স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। একটা ভয়াবহ দানবের বিরুদ্ধে একটা অবিশ্বাস্য ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর লড়াই করে বিজয় অর্জন করেছি। এই বিজয় কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া হবে না।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হামুদল ইসলাম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, পৌর যুবদলের যুগ্ম আহয়বায়ক আসিকুর রহমান আসিফ, শহর শ্রমিক দলের সভাপতি ফেদোসুর রহমান মুকুল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার আহবায়ক বিদ্যুৎ সরকার, যুগ্ম আহবায়ক আশোক কুন্ডু, অনিমেশ রায়, সদস্য সচিব নারায়ন দাস নান্নু, নিখিল সরকার, জয়ন্ত চক্রবর্তী, লিটন সরকার, টুটুল কুন্ডু, ছাত্র মহাজোট নেতা রঞ্জন সরকার, নয়ন রায়, দূর্জয়, জয় প্রমুখ।