রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
06 Nov 2024 07:24 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বাজার পাড়া উচ্চ বিদ্যালয়' এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম সহ কয়েকজন শিক্ষার্থীর উপর আব্দুল রশিদ ও মোনারুল মাস্টারসহ তাদের বহিরাগত বাহিনীর হামলার ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মানববন্ধন করেছেন। রবিবার সকালে শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ও গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে প্রায় দুই কিলোমিটার এলাকায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এসময় তারা জানান, আব্দুর রশিদ মাস্টার দীর্ঘদিন থেকে দলীয় প্রভাব ও পেশী শক্তির বলে বিদ্যালয়ে নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন। ২০১৫ সালে ১২ জন সিনিয়র শিক্ষককে ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলেন তিনি, সাম্প্রতি অনিয়মের কারণে প্রধান শিক্ষক তাকে সাময়িক বরখাস্ত করেছিলেন। গেল ২৫ সেপ্টেম্বর বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর বহিরাগতদের নিয়ে হামলা চালায় তিনি।
এ ঘটনার প্রতিবাদ করায় পরের দিন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শামীমসহ কয়েকজন শিক্ষার্থীর উপর বহিরাগত দিক দিয়ে হামলা চালান অভিযুক্ত আব্দুর রশিদ মাস্টার। হামলা শিকার রায়হান মাস্টার ও শিক্ষার্থী শামীম বর্তমানে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুর রশিদ মাস্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা সেই সাথে হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তারা।