শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
16 Nov 2024 12:42 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-শাক-কচু বিক্রিতেই চলছে নিত্য সংগ্রামী মুক্তার জীবন ৩০ বছর বয়সী মুক্তা বেগম। তবুও থেমে থাকছেনা তার জীবন গাড়ীর চাকা।বেঁচে থাকার তাগিদে ছুটতে হয় প্রতিনিয়ত অসহায় এই নারীকে।
মুক্তার বাড়ী সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের বয়ালিদহ গ্রামে। তিনি সারাদিন বিভিন্ন গ্রাম ঘুরে কচু শাক সংগ্রহ করেন।আবার বিকেলে পর থেকে পলাশবাড়ীতে বিক্রি করে এসব শাক কচু এবং সেই টাকায় জোগাড় হয় তার পেটের ভাত। নিজস্ব বাড়ী না থাকায় চাচার বাড়িতে থাকতে হয়।
এসব ভূখানাঙা জীবন সংগ্রামে অবতীর্ণ নারীর স্বামী নেই। তবে ছেলে সন্তান রয়েছে তাদের।প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শাক-কচু বিক্রি করে এই নারী।কে করবে তাদের পূর্নবাসনসহ আত্মনির্ভশীলতা এমনটাই ভাবছেন সচেতনমহল।