শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
16 Nov 2024 07:03 pm
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা অবাধ ও শান্তিপুর্ন ভাবে উদযাপনের উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবর্গের সাথে উপজেলা বিএনপির নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে আদমদীঘি সদরের চড়কতলা মন্দির প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চড়কতলা দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি কানাই চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ন সম্পাদক কামরুল হাসান মধু, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, ফরিদুল হক মুক্তা, যুগ্ন সম্পাদক মাসুদ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মৃনাল চন্দ্র সরকার, পুজা উদযাপন পরিষদের নেতা রবীন্দ্র নাথ সাহা, শ্যামল কুমার পাল, সুদেব কুমার ঘোষ, অলক মোহন্ত, গঙ্গা বাশপোঁড়, সৌরভ কুমার প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, সরকারি নির্দেশনার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের শুধু পূজা উৎসব নয়, সকল ক্ষেত্রে আদমদীঘি উপজেলা বিএনপি পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার করেছেন। আগামীতেও তাদের পাশে থেকে কাজ করতে চাই। এছাড়া শারদীয় দুর্গা উৎসব যেন নির্বিঘেœ সম্পন্ন হয় সেজন্য মন্ডপ কমিটিসহ সকলের প্রতি আহবান জানান।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি প্রতিনিধি বগুড়া