শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
16 Nov 2024 11:58 pm
ইয়ামিন হোসেন,ভোলা:-সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কমরর্ত আবদুল খালেক।
২৬শে সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবদুল খালেক এ ছাড়া ও সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সদ্য পদোন্নতি পাওয়া আবদুল খালেক দ্বীপ জেলা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরপোটকা গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান। তার বাবা হাজী আবদুল মান্নান একজন সমাজসেবক ও গর্বিত মা হালিমা বেগম একজন গৃহিণী।
আবদুল খালেক ৫ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়।
সদ্য পদোন্নতি পাওয়া আবদুল খালেক এর ছোট ভাই জামাল হোসেন ও তার সহধর্মিণী গৃহায়ণ গণপূর্তে কর্মরত, কামরুল ইসলাম অর্থ মন্ত্রণালয় ও তার সহধর্মিণী শিক্ষা মন্ত্রণালয়ে কমরর্ত আছেন। এক ভগ্নীপতি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে ও অন্যজন স্বাস্থ্য অধিদপ্তরে কমরর্ত।
অন্য দুই ভাইয়ের একজন ব্যাংকে কর্মরত এবং অন্যজন সরকারী চাকুরী প্রত্যাশীদের জন্য গড়ে উঠা ঢাকা বহুভাষী সার্টলিপি ট্রেনিং সেন্টারের পরিচালনার দায়িত্বে রয়েছে।
ভোলার কৃতি সন্তান আবদুল খালেক সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পাওয়ায় তাকে ভোলা জার্নালিষ্ট ফোরাম, ভোলা নিরাপদ চিকিৎসা চাই সংগঠন, ভোলা সমাজ কল্যাণ পাঠাগার, ভোলা সচেতন নাগরিক ফোরাম ও ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছে।