বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
14 Nov 2024 09:39 pm
রাকিবুর রহমান রকিব(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা সদরে ইউনিয়নে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। ঘটনা সুত্রঃ অটো রিক্সাভ্যান গাড়ী ও মোটরসাইকেলের সংঘর্ষকে কেন্দ্র করে উপজেলা সদরের উচালিয়াপাড়া ও বড্ডাপাড়া গ্রামের লোকজনের মধ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সংঘর্ষের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উচালিয়াপাড়া গ্রামের বাদশা আলমগীরের পুত্র আমান এর মোটরসাইকেল ও বড্ডাপাড়া গ্রামের মৃত তাহাজ্জত আলীর হত দরিদ্র পুত্র অটো রিক্সাভ্যান চালক এরশাদের গাড়ির মধ্যে সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতাল মোড়ে সকাল ১১ টায় ধাক্কা লাগাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বড্ডাপাড়া ও উচালিয়াপাড়া গ্রামের পাশে অবস্থিত সরাইল-নাসিরনগর সড়কে ৪ ঘন্টা ব্যপি চলমান সংঘর্ষে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় শত শত সিএনজি ও অটোরিক্সার যাত্রী সাধারণ চরম দুর্ভোগের মধ্যে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়।
আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।সংঘর্ষের শুরুতে খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে পুলিশ সেনাবাহিনী ও র্যাপ এসে বিকাল সাড়ে ৩ টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
সেনাবাহিনী ও পুলিশকে সার্বিক সহযোগিতায করেন সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএনপি নেতা আনোয়ার হোসেন (মাষ্টার) এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।