শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
10 Nov 2024 09:00 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি,বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ২৪(চব্বিশ) বোতল ফেন্সিডিলসহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ১৮/০৯/২০২৪ তারিখ রাত্রী ২০.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন সৈয়দ দামগড়া কারিগরপাড়া নামক স্থানে ধৃত আসামীর শ্বশুর মৃত কফির উদ্দিন এর পশ্চিম দুয়ারী মাটির বাড়ীর মধ্যে পূর্ব দুয়ারী শয়ন ঘরের ভিতর হইতে আসামী মোঃ আব্দুর রহিম ওরফে রহিম (৩০), পিতা মোঃ সাইদুর রহমান, মাতা মোছাঃ রহিমা বেগম, সাং-ঘোড়াবান্ধা ভিটাপাড়া, থানা পলাশবাড়ী, জেলা গাইবান্ধা, এ/পি শ্বশুর মৃত কফির উদ্দিন, সাং-সৈয়দ দামগড়া কারিগরপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ০১(এক) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে বগুড়া ডিবির অপর একটি টিম ইং ১৯/০৯/২০২৪ তারিখ বগুড়া জেলার সদর থানাধীন মাটিরডালি বিমান মোড়স্থ হোটেল মাহাতী এর সামনে রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী কালে রাত্রী ০০.৫০ ঘটিকার সময় আনাস এন্টারপ্রাইজ পরিবহন গাড়ী নং-ঢাকা মোট্রো-ব-১৪-৬৩৭৬ গাড়ী হইতে আসামী ১। মোঃ মনিরুজ্জামান মনির হোসেন (২৬), পিতা-মোঃ মহুবর রহমান, মাতা-মোছাঃ আঞ্জুয়ারা বেগম, সাং মধ্য গড্ডিমারী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, ০২। মোছাঃ হাফিজা বেগম(৩২), স্বামী-মোঃ আব্দুল সাত্তার, পিতা-মোঃ আঃ হামিদ, সাং মধ্য গড্ডিমারী, থানা-হাতিবান্ধা, জেলা–লালমনিরহাটদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে ২৪(চব্বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শিবগঞ্জ ও সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
প্রেস রিলিজ