শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
02 Jan 2025 11:49 pm
শখে হাসনিার ফ্যাসবিাদ-বরিোধী ছাত্র-জনতার আন্দোলনে চোখে গুলবিদ্ধি শ্রমকিদের পাশে দাঁড়য়িছেে জামায়াত । বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারোপুরে পেপার শ্রমিক চোখে গুলিবিদ্ধ মোহন মিয়া, দোবাড়ীয়ার মিরাজ পাইকাড় ও জয়পুরপাড়ার আতিকুল ইসলাম কে দেখতে যান ও চিকিৎসা সহায়তা প্রদান করেন।
এ সময় শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফকিুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, শ্রমিক নেতা রাসেল জিলাদার, আরিফুল ইসলাম, রহমত আলী প্রমূখ উপস্থতি ছলিনে ।
আ স ম আব্দুল মালেক বলেন যাদরে বুকরে রক্তে দশে ফ্যাসবিাদ মুক্ত হয়ছেে তারা জাতরি শ্রষ্ঠে সন্তান । জাতি কখনোই আপনাদরে ভুলবনো । জামায়াতে ইসলামী সাধ্যমত এই আন্দোলনে শহীদ এবং আহতদরে পাশে দাঁড়াচ্ছে । আমরা সব সময় জাতরি শ্রষ্ঠে সন্তানদরে পাশে থাকবো ইনশাআল্লাহ ।এরপর তনিি সড়ক র্দূঘটনায় নহিত শহদিুল ইসলামরে বাড়ীতে গয়িে তার পরবিারকে সান্তনা দনে ।
এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থকেে আহত ৩ পরবিাররে সদস্যদরে হাতে নগদ র্অথ তুলে দেয়া হয়।