বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৪
07 Jan 2025 05:35 pm
মঙ্গরবার রাতে বগুড়া নবাববাড়ী সড়কস্থ শহর জামায়াতে ইসলামী অফিস অডিটরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার এক মত বিনিময় সভা শহর সভাপতি অধ্যাপক নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার প্রধান উপদেস্টা ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি ছিলেন উপদেস্টা ও শহর জামায়াতের সেক্রেটারী আ.স.ম আব্দুল মালেক। আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল ওয়াহাব, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাও: আজহার আলী, মাও: মিজানুর রহমান, মোখলেছুর রহমান মুকুল, মৃদুল রহমান, আবু হুর ফারাজি,মাও: আমিনুল ইসলাম, মাও: ওসমান গণি, প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের কাজ করতে হবে। শিক্ষকদের কথা সবাই শোনেন। শিক্ষকরা কুরআনের দাওয়াত দিলে সবাই কুরআনের পতাকাতলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।