সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪
15 Nov 2024 02:28 pm
৭১ভিশন ডেস্ক:- বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ আজ রোববার (১ সেপ্টেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে যে ৭ জন নিহত হয়েছে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে দলের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে।
বিএনপির নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার শিমুল মন্ডল, শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্রি এলাকার শহিদ সিয়াম হোসেন এবং শহরতলীর ইসলামপুর হরিগাড়ী এলাকার সেলিম উদ্দিন, এরুলিয়ার বানদীঘির আব্দুল মান্নান ও রিপন ফকির ও বগুড়া সদরের রাজাপুর কুটির বাড়ীর মাহফুজ, বগুড়া সদরের চক আকাশ তারা গ্রামের কমর উদ্দিন খান বাঙ্গির বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাত করে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে তারা শহিদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নিচ্ছেন।জুলাই অভ্যুত্থানের নায়কদের বিএনপি চিরদিন মনে রাখবে। তাদের পাশে থাকবে। দেশে যাতে আর কোন স্বৈরাচার ক্ষমতা কুক্ষিগত করতে না পারে এজন্য কাজ করছে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক আহব্বায়ক সাবেক এমপি গোলাম মো. সিরাজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. জহুরুল ইসলাম, জেলা বিএনপির নেতা মোশারফ হোসেন, শামীম আহম্মেদ, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
এদিকে বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এওমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন,বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, ফরিদুর রহমান ফরিদ, মাসুদুর রহমান হিরু, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, এড. আতাউর রহমান, এড. মোজাম্মেল হক, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সাহাদৎ হোসেন, যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদল নেতা আব্দুল ওয়াদুদ, আব্দুল হামিদ মিটুল, ছাত্রনেতা সাইদুর রহমান, রিগ্যান, শুভ, আবু হাসান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, কাউন্সিলর এনামুল হক সুমন, এড. শাহজাদী, নামজা আকতার, এড. মেরী প্রমুখ।