সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪
04 Jan 2025 08:02 pm
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ-রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের সাথে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরের পর প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শাহ মোঃ সাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম,পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ-উন-নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর সাইফুল আজাদ, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন,যুবদলের আহবায়ক আনিছার রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস সালাম, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু, সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকি বাবলু,স াবেক সভাপতি কামরুল হাসান জুয়েল,মোস্তফা মিয়া,বখতিয়ার রহমান, আব্দুল হাকিম, মাহমুদুল হাসান, আব্দুল করিম সরকার,হাবিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় সাইফুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিগত হাসিনা সরকারের সময়ে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করা হয়েছিল। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে সাংবাদিক বন্ধুদের সে ভয় কেটে গেছে।আপনারা এখন নির্ভয়ে সংবাদ প্রকাশ করুন ।
এ ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করা হলে আমি ব্যাক্তিগত ভাবে পাশে দাঁড়াবো। তিনি তার বক্তব্যে আরও বলেন,সুন্দর ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংবাদিকের অনেক ভুমিকা রয়েছে।তাই এ ক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে ।আসুন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এক সঙ্গে কাজ করি।এর আগে সাইফুল ইসলাম প্রেসক্লাবে এসে পৌঁছিলে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর