সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪
27 Dec 2024 04:35 am
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামে বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎপৃষ্টে কাফি শেখ (১৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাপ্ত তথ্যমতে, বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা আগের দিন বিদ্যুৎ সরবরাহ লাইনের রিপ্লেসমেন্টের কাজ করছিলেন। তাদের অসতর্কতার কারণে একটি বিদ্যুতায়িত তার ধানক্ষেতে ঝুলে থাকে, যার ফলে সেখানে থাকা মাছ মরে ভেসে ওঠে। পরদিন সকালে ওই মাছ দেখতে পেয়ে তা সংগ্রহ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় কাফি শেখ, যে স্থানীয় সান্তাহার এইচএম একাডেমীর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা ১১টার দিকে তারা নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয় ঘেরাও করেন এবং দোষীদের শাস্তির দাবিতে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহেলার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং তারা দ্রুত তদন্ত ও বিচার দাবিতে একতাবদ্ধ হয়েছে।