সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪
27 Dec 2024 06:14 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব-২০ এর সদস্য রোস্তম আলী দুখুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাবনা স্টোর মোড় নামক এলাকায় তাকে সংবর্ধনা দেন তারা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ রোস্তম আলী দুখুকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করেন।জাতীয় দলের ফুটবল দলের সদস্য রোস্তম আলী দুখু হিলির চেংগ্রাম গ্রামের কৃষক মুজিবুর রহমানের ছেলে।
শিক্ষার্থীরা বলেন, রোস্তম আলী দুখু ভাই শুধু বাংলাদেশের নই, আমাদের হিলিবাসীর গৌরব। সে আমাদের অহংকার, তাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন। আমরা আশাবাদী দুখু ভাই একদিন অনেক বড় হবে।
ফুটবল চ্যাম্পিয়ন রোস্তম আলী দুখু বলেন, প্রথমে আমি হিলিবাসীকে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ধন্যবাদ জানায়। তারা আজ আমাকে সংবর্ধনা জানিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে নিয়ে হিলিবাসী যে স্বপ্ন দেখে, আমি ইনশাল্লাহ একদিন তাদের স্বপ্ন পূরণ করবো।