রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪
14 Nov 2024 12:57 pm
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বরভাবে পালন করা করা হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন বাদ আসর বন্যাদূর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বিজয় বাংলাকে বলেন, ‘একই সাথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইব।’
এরপর বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু এসব কথা বলেন।
১ সেপ্টেম্বর সকালে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, হাজী ইছাহাক আলী, হামিদুল ইসলাম সরকার বেলাল, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, হাফিজুর রহমান হাফিজ, মোস্তাফিজুর রহমান নিলু, উপজেলা দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-কোষাধ্যক্ষ খায়রুল আলম চায়না, শ্রম বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ হোসেন, উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সবাইদুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আসিকুর রহমান আসিফ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল ইসলাম নূর, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী সরকার, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, খায়রুল ইসলামসহ বিভিন্ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। ‘বন্যার কারণে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হয়।’