বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
15 Nov 2024 01:22 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির ছাতিনগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রামানিক ও সহকারি শিক্ষক মোস্তফা হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে রাজনীতি, রুটিন মাফিক ক্লাস না করাসহ নানা অনিয়মের অভিযোগ এনে তাদের অপসারণের দাবীতে বিক্ষুব্ধ শিক্ষার্থিরা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার (২৭ আগষ্ট) বেলা ১১ টায় ওই বিদ্যালয় প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সবাবেশ করেন। বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থিদের দাবী মেনে নেয়ার আশ্বাস দেয়ায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থিরা তাদের কর্মসুচী প্রত্যাহার করেন।
ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থি রহিত হাসান, কনক , সম্্রাট ও জান্নাত হাফিজা ও সিফা খাতুন জানান, আদমদীঘির ছাতিনগ্রাম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রামানিক ও সহকারি শিক্ষক মোস্তফা হোসেন (মোস্তফা)‘র বিদ্যালয়ে রাজনীতির আখড়া, শিক্ষার্থিদের সাথে অশোভন আচরণ, বিদ্যালয় অপরিচ্ছন্ন রাখা, রুটিন মাফিক ক্লাস না করা, বিদ্যালয়ে কোচিং করাসহ নানা অনিয়ম করে আসছিল।
এ সব অনিয়ম বন্ধোর জন্য বার বার তাগাদা দেয়ার পরও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি। ফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থিরা বিক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার তাদের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রামানিক বলেন, শিক্ষার্থিদের নানা দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষে সাথে যোগাযোগ করে যথা সময়ে সমাধানের ব্যবস্থা নেয়া হবে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি প্রতিনিধি বগুড়া