সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
12 Nov 2024 08:28 am
পীরগঞ্জ(রংপুর,প্রতিনিধিঃ-রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫ টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকদের নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি জের ধরে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে গতকাল রোববার দিনভর এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের গাংজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, বিষ্ণপুর বেনি মাধবসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারুল বেগম,ভেন্ডাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাপুর জান মাহমুদ উচ্চ বিদ্যালয়, মিঠিপুর ইউনিয়নের পানবাজার ধনেশ্বর উচ্চ বিদ্যালয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিষ্ণুপুর বেনি মাধবসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ধাপের হাট বিশ্ব রোড বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মহা সড়কে সবধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়ে দুরপাল্লার বাস মিনিবাস ট্রাকসহ অন্যান্যসব ধরনের যানবাহন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের অভিযোগ,তাদের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া নিম্নমানের, অনেক শিক্ষক সময়মতো স্কুলে উপস্থিত হন না, ফরম পুরনের ও পরীক্ষার সময় টাকা বেশি নেয়া, পকেট কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য হলেও বিদ্যালয়ের উন্নয়নের কোন প্রকার অর্থব্যায় না করাসহ নানবিধ অভিযোগ করেন এসব শিক্ষার্থী।এজন্য তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।তাদের আল্টিমেটাম যতদিন শিক্ষা
প্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষক পদত্যাগ না করছেন ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।নাম প্রকাশের অনিচ্ছুক শিক্ষকরা বলছেন, বিদ্যালয়ের সভাপতি এবং প্রধান শিক্ষক মিলে মোটা অংকের উৎকোচ নিয়ে নিয়োগ বাণিজ্য করেছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে দলে দাপট দেখিয়ে প্রতিষ্ঠান চালিয়েছে।স্কুলের আয়ব্যায় এর কোনো হিসাব দেন না প্রধান শিক্ষকরা, যে কারনে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরো এই আন্দোলন করছে।একজন প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, নিয়োগের বিষয়টি তো শিক্ষক একা দায়ী নয়। নিয়োগ প্রক্রীয়ায় অনেকেই জড়িত।একটি সুত্র বলেছে,আগামীতে আরও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের আন্দোলন এর প্রস্তুতি চলছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর