সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
14 Nov 2024 04:32 pm
ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম-আওয়ামীলীগ থেকে বিএনপি।পিঠ বাঁচাতে আওয়ামীলীগ ও অনেক সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখন বিএনপির মিছিল মিটিং এ জমায়েত হতে দেখা যাচ্ছে।১৫ বছর জুলুম নির্যাতন ও কারাভোগের পর বিএনপি নেতাকর্মীরা টাকার বিনিময়ে এসব কাজ করছে বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, বগুড়া জেলা স্বেচ্ছা সেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেখা যায় ভিন্ন চিত্র। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সাবেক কাউন্সিলর রেজাউল করিম রতনের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করেন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ নেতা শামীম।কাউন্সিলরের শ্যালক পরিচয় দেয়া শামীম এলাকায় গড়ে তোলেন রাম রাজত্ব। জায়গা দখল থেকে শুরু করে ইট বালুর ব্যবসা পরিচালনা করেন।
এলাকায় কেউ বাড়ী নির্মাণ করলে বেশী দামে তাদের কাছ থেকে ইট বালু কিনতে হয়। এলাকার বিএনপি নেতা কর্মীদের নামে গণ হারে মামলা দেয়া শামীম এখন শহর বিএনপি নেতা। গত ১৯ জুলাই স্বেচ্ছা সেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ১৪ নং ওয়ার্ডের একটি মিছিলে দেখা যায় সেই শামীম কে। ছবিতে তিনি ওয়ার্ড বিএনপির ৩ নং সহ সভাপতি রফিকুল ইসলাম মিঠুর বাম পাশে হেঁটে যাচ্ছেন।এ ব্যাপারে ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাসুদ রানা বলেন শামীম ১৪ নং ওয়ার্ড বিএনপির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক।
এ ব্যাপারে বগুড়া শহর বিএনপির এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু বলেন রতন শামীমের বোন জামাই। সেই সুত্রে দুজনের ছবি থাকতেই পারে।আগে সে কোন দল করেছে কিনা আমার জানা নেই।তবে ২ বছর আগে ওয়ার্ড কমিটি গঠন হয়েছে। তাই কোন আওয়ামীলীগ করা লোক বিএনপিতে আসার সুযোগ নেই। আসলেও বহিস্কার করা হবে।
৩ মামলা মাথায় নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন শামীম কোনদিন মিছিল মিটিং সমাবেশে ছিলনা। কাউন্সিলরের ইশারায় আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার বহিস্কার দাবী করছি।
শামীমের সাথে ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রতন।ডানে মিছিলে শামীম (গোলকার)।