বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
16 Nov 2024 05:55 am
৭১ভিশন ডেস্ক:- বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অফিস থেকে এক কোটি ৫১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল দুপুর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযানে এই বিপুল অঙ্কের টাকা জব্দ করা হয়। এ সময় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫০টি গুলি এবং বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্র জানায়, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৭ নম্বর রোডের প্রিয় প্রাঙ্গণ ভবনে হামিদ গ্রুপের অফিসে এই যৌথ অভিযান শুরু হয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উল্লিখিত অঙ্কের টাকা, বিদেশি মুদ্রা, পিস্তল ও গুলি জব্দ করেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিয়াজুল হক বলেন, নগদ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি অস্ত্র ও ৫০টি গুলি পাওয়া গেছে। অভিযান চলাকালে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুরুল হক নুরের অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুল অঙ্কের অর্থায়ন এই ভবন থেকে করা হয়। এই ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতে ভবনের বিভিন্ন ফ্লোরে অভিযান চালানো হয়।
এর আগে গত মঙ্গলবার নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
কালের কণ্ঠ