শুক্রবার, ০৯ আগস্ট, ২০২৪
27 Dec 2024 04:29 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেখ হাসীনা সরকারের পদত্যাগ ও দেশ ত্যাগের শেরপুরে এক আওয়ামীলীগ নেতার বাড়ি ভাংচুর এবং লুট হবার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকৃত ছাত্র সমন্বয়ক আহাদুল ইসলাম দূর্জয়, ও ওয়াহেদুল ইসলাম প্রত্যয় কতৃক উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ৮ আগষ্ট রাতে বাসট্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্টের দায়ীত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাকলাইন এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, এসময় আরও ছিলেন উপজেলার ৮নং সুঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন জেহাদ, পৌর বিএনপির সবাপতি ও শেরপুর পৌরসভা সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল সহ সাধারণ জনগন। অস্ত্রটি নিজেদের কাছে না রেখে আউনশৃঙ্খলা বাহীনির হাতে তুলে দেয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাদের কে সাধুবাদ জানান।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, অগ্নেয়াস্ত্রটি সেনাবাহিনীর পক্ষ থেকে শেরপুর থানায় হস্তান্তর করেরেছন। অস্ত্রটি উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক এর বলে জানা গেছে।