শুক্রবার, ০৯ আগস্ট, ২০২৪
16 Nov 2024 05:36 am
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :-নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দিনাজপুরের নবাবগঞ্জের বিভিন্ন সড়ক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে নবাবগঞ্জ হাইস্কুল মাঠ চত্বর থেকে শুরু হয় এ কার্যক্রম। অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ ভাস্কর্যের বিভিন্ন সরঞ্জামসহ সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
এছাড়া সড়কে পড়ে থাকা গাড়ির ট্রায়ার, সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পরে কালো ব্যাগে ক্ষতিকর উপাদান ও সাদা ব্যাগে ময়লা-আবর্জনা ভরে বাজারের ময়লার স্তূপে রাখা হয়।
এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিস্কারসহ শহরের নানা আবর্জনা পরিস্কার করছেন তারা।
কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষার্থী মো: ইসমাইল হোসেন বলেন, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে বাজারের ময়লার স্তুপে রাখা হয়।
এ কর্মসূচী চলমান থাকবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।