বুধবার, ০৭ আগস্ট, ২০২৪
12 Nov 2024 07:30 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার খবর ছড়িয়ে পড়লে বগুড়ার কাহালুতে বিজয় মিছিলের ফাঁকে একদল দৃবৃর্ত্তরা দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতার বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট করেন।
বুধবার বিকেলে দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতার বাসা পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কাহালুর সিনিয়র সাংবাদিকমো. আব্দুস ছালেক তোতার জামাতা তৈৗফিক, কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম শেখ।
বাসা পরিদর্শন কালে তিনি সাংবাদিকের বাসায় এই ধররেন হামলা, ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা জ্ঞাপন করেন করেন এবং উপস্থিত উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের উদ্দ্যেশে বলেন, এই ঘটনার সাথে কোন দলীয় নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দৃবৃর্ত্তরা আর যেন সরকারি স্থাপনা সহ কারো বাসা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট না করতে পারে তার জন্য সকল দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক মো. আব্দুস ছালেক তোতার সাথে কথা বলা হলে তিনি জানান, তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।