বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০২৪
16 Nov 2024 12:29 am
৭১ভিশন ডেস্ক:- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার এড়াতে আপাতত দলীয় ব্যানারে কর্মসূচি পালন করবে না বিএনপি।তবে দল সমর্থক বুদ্ধিজীবী, পেশাজীবী সংগঠন এবং যুগপৎ আন্দোলনে যুক্ত শরিক দলগুলোর কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেবেন।
গতকাল বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনের পর এটিই দলটির প্রথম বৈঠক।
এতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির নেতারা সংক্ষিপ্তভাবে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি মূল্যায়ন করেন। গ্রেপ্তার ও আত্মগোপনে থাকায় কমিটির চারজন সদস্য উপস্থিত ছিলেন। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন আছেন।
এখন তাঁদের সঙ্গে যোগাযোগ করে মাঠে নামানোটাই বড় চ্যালেঞ্জ মনে করছেন দলের নীতিনির্ধারকরা। দলের দায়িত্বশীল নেতাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য কালের কণ্ঠকে বলেন, কারফিউ তো একটা সময় গিয়ে প্রত্যাহার করতে হবে। পুলিশের ধরপাকড়ও বন্ধ হবে।
তখন বিএনপি দলীয় ব্যানারে কর্মসূচিতে নামবে। আপাতত ভিন্ন ব্যানারে মাঠে থাকবে। এ ছাড়া শরিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। তারাও কর্মসূচি ঘোষণা করবে। তাদের কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন।
বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দল সমর্থক বুদ্ধিজীবীরা আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউটিতে নাগরিক সংহতি সমাবেশ করবেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরীসহ বিএনপি সমর্থক বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। গণতন্ত্র মঞ্চ আজ সকাল ১১টায় সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করবে। বৈঠকে জামায়াত নিষিদ্ধ হওয়ার বিষয়টিও আলোচনা ওঠে। নিষিদ্ধের পর বিএনপির কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া উচিত সে বিষয়ে কমিটির সদস্যরা পরামর্শ দেন।
আন্দোলন দমাতে হত্যা মানবতাবিরোধী অপরাধ : ফখরুল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতাবিরোধী এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। এই আন্দোলনে সরকার দিশাহারা হয়ে পড়েছে। গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার যতই মিথ্যাচার, সাজানো মামলায় নির্বিচারে গ্রেপ্তার অব্যাহত রাখুক না কেন, ছাত্র-গণ-আন্দোলনে দিশাহারা সরকার তার পতন ঠেকাতে পারবে না।
কালের কণ্ঠ