বুধবার, ৩১ জুলাই, ২০২৪
03 Jan 2025 02:19 am
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ ‘‘ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’’ ¯েøাগান নিয়ে রংপুরের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার(৩১ জুলাই) দুপওে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা অবমুক্তকরন,বনাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিতহয়।
এতে বক্তব্য রাখেন-উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা কৃষি স¤প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন,মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদান রাখায় উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। মৎস্য ক্ষেত্রে
সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। এর আগে সকালে মৎস্যচাষী, জেলে ও মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজনের অংশগ্রহনে একটি র্যালী পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে শেষ হয়।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর