সোমবার, ২৯ জুলাই, ২০২৪
30 Oct 2024 03:16 pm
এম,এইচ শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:- পিরোজপুরের ইন্দুরকানীর কঁচা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর যুবক আলামিন মৃধার (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার বিকেলে কঁচা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা। নিহত আলামিন মৃধা উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের নুরুল হক মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে বাড়ির পাশের কঁচা নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ শিকার করতে যান আলামিন। এসময় নদীতে জাল ফেলতে গিয়ে হাতে দড়ি বাঁধা অবস্থায় নদীতে পড়ে যান তিনি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা নদীর পাড়ে গিয়ে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাননি।পরের দিন শুক্রবার সকালে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা নদীতে খোঁজাখুঁজি করেন। পরে গতকাল শনিবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা।
ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার বিকেলে আলামিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।