বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
30 Oct 2024 03:21 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুরে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে এবং সারাদেশে শিক্ষার্থী হতাহতের প্রতিবাদে পৌর শহরে মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বিরামপুর সরকারি কলেজ ও পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সকালে ও বিকেলে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন বাজার ও রাস্তাঘাট প্রদিক্ষণ করে। পরে বিকেলে বিশাল এক মিছিল বিরামপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
এসময় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ,যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক হামলা করে শিক্ষার্থী নিহত ও আহত করার প্রতিবাদ জানানো হয়।