বুধবার, ১৭ জুলাই, ২০২৪
15 Nov 2024 08:26 pm
৭১ভিশন ডেস্ক:- কোটা আন্দোলনের দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এখন থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।তবে ছাত্রদল তাদের সংগঠনের ব্যানারে না থেকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলনে অংশ নেবে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত সোমবার সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বুধবার জেলা ও মহানগরে এবং আগামীকাল বৃহস্পতিবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল সভাপতি।তিনি বলেন, ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ডের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কোটা আন্দোলনে ছাত্রদল রাজপথে থাকবে কি না—জানতে চাইলে রাকিবুল ইসলাম আরো বলেন, ‘বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ব্যানারে যেদিন থেকে শিক্ষার্থীরা সভা-সমাবেশ শুরু করেছেন, তখন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের পাশে রয়েছেন। কিন্তু সাংগঠনিকভাবে এই আন্দোলনের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।
ছাত্রদল সর্বাত্মকভাবে এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে রয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে আমাদের কোনো সস্পৃক্ততা নেই।’
কেন সাংগঠনিকভাবে সম্পৃক্ত হচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা যদি কেন্দ্রীয় সংসদের ব্যানারে নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, সেটাতে আন্দোলন ভিন্ন খাতে চলে যাবে। সে জন্য আমরা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছি এই কোটাবিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেই অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিজয় নগর মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এদিকে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা গতকাল এক বিবৃতিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে নেতারা এই আন্দোলনের পাশে থাকার কথা বলেন।
কালের কণ্ঠ