বুধবার, ১৭ জুলাই, ২০২৪
16 Nov 2024 10:53 am
কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বুধবার (১৭ জুলাই) গায়েবী জানাজা পড়বেন বিএনপিসহ যুগোপৎ আন্দোলনে অন্যান্য দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাতজন নিহত হয়েছেন।নিহতদের স্মরণে বুধবার বায়তুল মোকাররমের উত্তর গেটে দুপুর দেড়টায় গায়েবী জানাজা অনুষ্ঠিত হবে এবং সারাদেশে একই কর্মসূচি পালিত হবে।
প্রসঙ্গত,কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী এসব ঘটনায় ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী,একজন পথচারী, একজন ব্যবসীয় ও বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
কালের কণ্ঠ