সোমবার, ১৭ জুন, ২০২৪
05 Nov 2024 10:18 am
৭১ভিশন ডেস্ক:- চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবেই অংশ নিয়েছিল পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে সহজ জয় তুলে নিতে না পারায় কপাল পুড়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। তাই গ্রুপ পর্বে চার ম্যাচে দুই জয় নিয়ে বিদায় নিতে হচ্ছে বাবর-রিজওয়ানদের।
তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখলেও, যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টি এসে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি মেরে যায়। নিয়মরক্ষার ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে বাড়ি ফিরছেন বাবর আজমের দল।।
রোববার (১৬ জুন) ফ্লোরিডায় আগে ব্যাট করে পাকিস্তানকে ১০৭ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৭ বল এবং তিন উইকেট হতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব এবং মোহাম্মদ রিজওয়ান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। সমান ১৭ রান করে আউট হন রিজওয়ান এবং আইয়ুব।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ফখর জামানও। ৯ বলে ৫ রান করেন তিনি। ৩ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন ওসমান খান। এক বল পরেই সাজঘরে ফেরেন শাদাব খান। এতে দলীয় ৫৭ রানে পাঁচ উইকেট হারায় পাকিস্তান।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন বাবর আজম। ৬ বলে ৪ রান করে ইমাদ আউট হলে বাবরকে সঙ্গ দেন আব্বাস আফ্রিদি।
শেষ দিকে ২১ বলে ১৭ রান করে আব্বাস আউট হলেও শহিনের ১৩ রান এবং বাবরের ৩৪ বলের অপরাজিত ৩২ রানে ভর করে ৭ বল এবং তিন উইকেট হতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ব্যারি ম্যাকর্থি। এ ছাড়াও কুর্টিস ক্যাম্ফার দুটি এবং এক উইকেট নেন মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় আইরিশদের। দলীয় ৪ রানেই তিন উইকেট হারায় তারা। ইংলিশের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। অ্যান্ড্রু বালবার্নি (০) এবং ১ রানে আউট লরকান টাকার।
পল স্টার্লিংকে ১ রানে এবং জর্জ ডকরেলকে ১১ রানে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। শাহিনের তৃতীয় শিকান হ্যারি টেক্টর (০)। ১৪ বলে ৭ রান করে কুর্টিস ক্যাম্ফার আউট হলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন গ্যারেথ ডেলানি। ১৯ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন মার্ক অ্যাডায়ার। ১৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন ডেলানি।
শেষ দিকে বেন হোয়াইটের ২০ বলে ৫ রান এবং জস লিটলের ১৯ বলের অপরাজিত ৩১ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১০৬ রানের লড়াকু পুঁজি পায় আইরিশরা।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি এবং ইমাদ ওয়াসিম তিন করে উইকেট শিকার করেন। এ ছাড়াও মোহাম্মদ আমির দুটি এবং এক উইকেট নেন হারিস রাউফ।