শনিবার, ১৫ জুন, ২০২৪
16 Nov 2024 09:49 pm
নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডাংশেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।এ ঘটনায় ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ সভাপতি জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত একাউন্ট নং-১৮১৮৪৩৪১২৫০১২ সোনালী ব্যাংক, নবাবগঞ্জ, দিনাজপুর শাখা থেকে বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২৫/০৭/২৩ ইং তারিখে ছিয়াত্তর হাজার চারশত টাকা কোন মিটিং ও রেজুলেশন না করে, প্রধান শিক্ষিক্ষা রাশেদা খাতুন(চলতি দায়িত্ব) গোপনে সভাপতি সেলিম রায়হানের স্বাক্ষর জাল করে উক্ত টাকা তুলে নেন।
সভাপতি সেলিম রায়হায় বলেন,আমাকে না জানিয়ে এই প্রধান শিক্ষক আমার সিল তৈরি করে জাল সাক্ষর দিয়ে ৭৫ হাজার টাকা তুলে নিয়েছে। এবং আমি প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ দেওয়ার পর তারা তদন্তে এসেও এই প্রধান শিক্ষক কোন রেজুলেশন দেখাতে পারেনি।আমরা চাই তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।
প্রধান শিক্ষিকা রাশেদা খাতুনের থেকে জানতে চাইলে তিনি জানান,আমি কারো জাল সাক্ষার করে টাকা তুলিনি সভাপতিই নিজে সাক্ষার করেছে তারপর টাকা তুলেছি
মোছা: মাছুমা খাতুন প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, দাংশেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি জাল সাক্ষর করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ পেয়েছি।পরে আমরা তদন্তে গিয়ে এই টাকার কাজের কোন রেজুলেশন দেখাতে পারিনি।কোন সঠিক উত্তর ও দিতে পারিনি তিনি।আমরা তদন্ত শেষে প্রতিবেদন পাঠিয়েছি।