শুক্রবার, ১৪ জুন, ২০২৪
31 Oct 2024 03:24 am
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ-হবিগঞ্জের বাহুবলে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ একাধিক পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের দিকনির্দেশনায় উপজেলার ৩নং সাতকাপন,৭নং ভাদেশ্বর,১নং স্নানঘাট ও ৬নং মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্নানঘাট ইউনিয়নের দক্ষিণ স্নানঘাট গ্রামের বাহার আলীর ছেলে আব্দুল জলিল ও কালা মিয়ার ছেলে ইছুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
অপর একটি টিম ৩নং সাতকাপন ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়, এসময় বক্তারপুর গ্রামে গৌর আলীর ছেলে আমজাদ আলী, আমজাদ আলীর ছেলে সাজিদ মিয়া,সমুজ আলীর ছেলে ফরিদ মিয়া,মৃত আরছব আলীর ছেলে সিজিল মিয়াকে গ্রেফতার করা হয়। আরেকটি টিমের নেতৃত্বে ৬নং মিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মির্জাটুলা আব্দুর নুরের ছেলে লাল মিয়া,তার স্ত্রী জমিলা বেগম ও মেয়ে রুমা বেগম এবং পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুস সত্তার মিয়ার ছেলে হুমায়ুন কবিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরবর্তীতে থানা পুলিশের আরেকটি টিম ৭নং ভাদেশ্বর ইউনিয়নের মুছাই এলাকায় অভিযান চালিয়ে মৃত রইস উল্লাহর ছেলে মোঃ ওয়াহিদ মিয়া @ ওয়াহিদ(৩৫)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের প্রিজনভ্যানে করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।