সোমবার, ১৩ মে, ২০২৪
16 Nov 2024 02:53 am
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার রহমান হাবলু ও শহর ছাত্রলীগ নেতা ফজলুল বারী রুবেলের ২১তম মৃত্যুবার্ষিকী উপলে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সোমবার সকালে কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানির সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া -৫ মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৬ মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
রাফিউজ্জামান সজলের সঞ্চালনায় বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিহাল, শ্রমীকলীগ নেতা কারিমুল হাসানসহ আওয়ামী লীগ, কৃষক লীগ , যুব লীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, মনোয়ার রহমান হাবলু তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি লিয়াকত আলী সিকদার কর্তৃক (মরণোত্তর শ্রেষ্ঠ সংগঠক ) হিসেবে ভূষিত হন। তিনি ২০০৩ সালের ১৩ মে বিকালে শেরপুর থেকে মোটরসাইকেল যোগে সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের দলীয় কর্মসুচিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মনোয়ার রহমান হাবলু তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ফজলুল বারী রুবেল শহর ছাত্রলীগ নেতা ছিলেন।