শনিবার, ০৬ জানুয়ারী, ২০২৪
15 Nov 2024 02:55 am
৭১ভিশন ডেস্ক:- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বদ্ধপরিকর। কেউ নির্বাচন বানচাল করতে চাইলে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সিলেটের বাসভবন হাফিজ কমপ্লেক্সে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন তিনি।
যারা নতুন ভোটার, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন বলে এসময় প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে, তাহলে এ মুহূর্তে বিএনপি নেতাদের ওপর ভিসানীতি প্রয়োগ করা উচিত।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিন সদস্যের মার্কিন প্রতিনিধি দল। সাক্ষাতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।
সাক্ষাতে মার্কিন পর্যবেক্ষক দলে ছিলেন- আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।
ডেইলি-বাংলাদেশ