বুধবার, ০৩ জানুয়ারী, ২০২৪
14 Nov 2024 06:41 pm
৭১ভিশন ডেস্ক:- দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে।
মঙ্গলবার যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।
পুলিশ প্রধান বলেন, নির্বাচনে আগে ও পরে নির্বাচন কমিশনের নিদর্শনা অনুযায়ী, পুলিশ নিরাপত্তা গ্রহণ করে থাকে। সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোতে অধিক সর্তকতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে এখনো কোনো নাশকতার শঙ্কা নেই। তবে নাশকতার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ পুলিশ
নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করেছে। কারোও কাছে কোন নাশকতার তথ্য থাকলে পুলিশকে জানাতে পারেন। কেউ যদি নির্বাচন বানচাল এবং এ ধরণের অপপ্রয়াস চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নাশকতাকারীদের তথ্য দিলে তাদের পরিচয় গোপন করে ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি
সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের উৎকণ্ঠার কথা মাথায় রেখে নির্বাচনী নিরাপত্তা গ্রহণ করেছি। তারা যেন নিরাপদে ভোট দিতে পারে সে লক্ষে সব পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছি। পাশাপাশি নারীরা ও বয়স্করা ভোট দিতে পুলিশ সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয়
কুমার জোয়ারদ্দারসহ খুলনা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।